উখিয়া কলেজ
প্রকাশিত: জুন ২১, ২০২২ ৪:০৪ এএম , আপডেট: জুন ২৭, ২০২২ ৭:২২ এএম

উখিয়া কলেজে মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ  সূর্য উদয়ের প্রথম প্রহরে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আত্মার শান্তি কামনায় পুস্প মাল্য অর্পণ ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (রবিবার) সকাল ১০.৩০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য উপাধ্যক্ষ আবদুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্নাতক (সম্মান) রাষ্ট্র বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী শারমিন আকতার, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী ইসমত জাহান ও ১ম বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম।

উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আহমদ ফারুক, প্রভাষক আলমগীর মাহমুদ,  প্রভাষক কামরুন নাহার বেগম, প্রভাষক ড. গিয়াস উদ্দিন, প্রভাষক তহিদুল আলম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক জালাল আহমদ, প্রদর্শক জেসরাত পারভীন, লাইব্রেরীয়ান সাহাব উদ্দিন প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, কর্মচারীদের মধ্যে সাধন বড়ুয়া, শামশুল আলম, মনিন্দ্র বড়য়া, নিলু বড়ুয়া, কবির আহমদ, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রভাষক নুরুল হক, ত্রিপিটক থেকে পাঠ করেন আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, গীতা থেকে পাঠ করেন প্রভাষক উত্তম কুমার ভৌমিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।

পাঠকের মতামত