11694004_970287033027510_4123885000953088692_n

সংবাদ বিজ্ঞপ্তি ॥
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভণিং বডি নির্বাচন-২০১৫ উপলক্ষে ১৭/১০/২০১৫খ্রিঃ শনিবার দুপুর ২:০০টা পর্যন্ত গর্ভণিং বডি নির্বাচনে মনোনয়নপত্র জমা প্রদানে শেষ সময় ছিল। এতে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতদের মধ্যে প্রতিষ্ঠাতা প্রতিনিধি হিসেবে জনাব শাহ্ জাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-৪।

দাতা প্রতিনিধি হিসেবে জনাব এড. এ.কে এম শাহ্ জালাল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

শিক্ষক প্রতিনিধি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব শাহ আলম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাবা কামরুন্নাহার বেগম, ইতিহাস বিভাগের প্রভাষক জনাব তৌহিদুল আলমকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।