uc 2
পলাশ বড়ুয়া::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফলাফল সোমবার রাত ৮টায় প্রকাশিত হয়েছে।

জানা যায়, ২১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ থেকে বি.এ/বি.এস.এস/বি.বি.এস বিভাগে তৃতীয় বর্ষে (চুড়ান্ত) পরীক্ষায় ৬১ জন পরীক্ষা অংশগ্রহণ করে ৩৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন- ২ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন-৩০ জন, তৃতীয় বিভাগ পেয়েছেন- ৭জন। এ বর্ষে পাশের শতকরা হার ৬৩ দশমিক ৯৪ ভাগ।

আর দ্বিতীয় বর্ষে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন পাশ করেছেন, পাশের হার শতকরা ৯৬ দশমিক ০৮ ভাগ।

এছাড়া প্রথম বর্ষে ৭৪ জনের মধ্যে ৭২ জন পরীক্ষার্থী পাশ করেছেন, পাশের হার শতকরা হার ৯৭ দশমিক ৩০ ভাগ।

পরীক্ষার্থীদের রোল ওয়ারী ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd, www.nubd.info এবং যে কোন মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে এ ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে SMS অপশনে গিয়ে nudegRoll লিখে 16222 নম্বরে Send করতে হবে। বিস্তারিত ফলাফল উল্লেখিত ওয়েবসাইট থেকে জানা যাবে।