শমসের আলম চৌধুরীর মৃত্যুতে উখিয়া কলেজের শোক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৬ ১০:০০ এএম

samsher-alam-chowdhuryshok
বার্তা পরিবেশক ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রত্নাপালং ইউনিয়নের নির্বাচিত ৩০ বছরের  প্রাক্তন চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আলহাজ্ব শমসের আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহিৃৃরাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

৭ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২.৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

আলহাজ্ব শমসের আলম চৌধুরী ১৯৯৭ইং থেকে ২০০১পর্যন্ত উখিয়া কলেজ গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরীর পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, উপাধ্যক্ষ আবদুল হক, সর্ব অধ্যাপক আহমদ ফারুক, মোহাম্মদ আলী, ফরিদুল আলম চৌধুরী, অজিত দাশ, সিরাজুল হক, সবুজ শাহরিয়ার সর্বপ্রভাষক শাহ আলম, নবী হোসাইন, ছৈয়দ আকবর, আলমগীর মাহমুদ, শিল্পী পাল, কামরুন্নাহার, গিয়াস উদ্দিন, ড. গিয়াস উদ্দিন, উত্তম কুমার ভৌমিক, এনামুল হক, অলক দাশ, তহিদুল আলম, আব্দুল জলিল, আবু তাহের, নুরুল হক, রাজুয়ারা বেগম, খুরশেদ আলম, জয়ন্তী রানী মজুমদার, জালাল আহমদ, আমানত উল্লাহ, মৃদুল শর্মা, লাইব্রেরীয়ান শাহাব উদ্দিন, প্রদর্শক জেসরাত পারভীন, প্লাবন বড়ুয়া, শাহ আলম কাজল, সহ-লাইব্রেরীয়ান শাহাব উদ্দিন, শরীর চর্চা শিক্ষক মো: ইকবাল, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, ৪র্থ শ্রেণির কর্মচারীগণ নিলু বড়ুয়া, আলী আহমদ, শামশুল আলম, সাধন বড়ুয়া, কবির আহমদ, ছৈয়দ হামজা, সুভাস বড়ুয়া, নুরুল ইসলাম সহ সকল শিক্ষার্থী। বিবৃতি দাতারা শেষ বিদায়ীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।